যারা 16 তম নিবন্ধন পাস করেছে তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান করেছে। আজ সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় এ বিষয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে ১৬ তম নিবন্ধনধারীরা মানববন্ধন করবে আজ ১৮ এপ্রিল
গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশা ফোরামের অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম।
তিনি বলেন, এনটিআরসিএর বর্তমান চেয়ারম্যান এপ্রিলের মধ্যে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা দিয়েছেন। তবে ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদ সংগ্রহ এখনো শুরু হয়নি। এছাড়া বিশেষ গণবিজ্ঞপ্তিতে ফল প্রকাশে বিলম্ব শুরু করেছে কর্তৃপক্ষ। এজন্য আমরা মানববন্ধনের ডাক দিয়েছি। সারাদেশের অসংখ্য প্রার্থী মানববন্ধনে যোগ দেবেন।
জাকিরুল ইসলাম আরও বলেন, এনটিআরসিএ বারবার আমাদের শুধু আশ্বাসই দেব। তারা তাদের কোন কথাই বলে। দ্রুতগতির মধ্যে বিশেষ জ্ঞানের ফল প্রকাশ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তা না হলে দেশদেশ থেকে বেকাররা ঢাকায় এসে আন্দোলন শুরু করবে।
প্রসঙ্গ, ১৬ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯ ২৩ মে।প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরেরই ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর।। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালে ১১ অক্টোবর। লিখিত পরীক্ষার ফল প্রকাশের এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ অক্টোবর ১৬তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি হচ্ছে না জুনে
আগামী জুন মাসে ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। প্রাইভেট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিআরসিএ) প্রিলি পরীক্ষা পরিচালনা করতে অক্ষম কারণ এটির আনুষঙ্গিক কাজের জন্য একটি রুম ভাড়া নিতে পারেনি
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডির একটি অফিসে এনটিআরসিএর জন্য দুটি কক্ষ বরাদ্দ ছিল। ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে কক্ষ দুটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এনটিআরসিএ নতুন রুম খুঁজতে কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করা হয়েছে। তবে এনটিআরসিএ এখনও রুম ভাড়া দেয়নি।
সূত্রটি আরও জানায়, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটির কারণে চলতি মাসে রুম ভাড়া নেওয়া সম্ভব হবে না। মে মাসে রুম পেলেও সেখানে কাজ শুরু করতে জুন লাগবে। সেক্ষেত্রে চলতি অর্থবছরে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত করা সম্ভব নয়।
এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, জুন মাসে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রাথমিক পরিকল্পনা করা হলেও নানা কারণে তা সম্ভব হচ্ছে না। জুনে নেওয়া না গেলেও অল্প সময়ের মধ্যে প্রিলি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে।
ষোলতম নিবন্ধনের প্রিলিম পরীক্ষা কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বলা মুশকিল। এ বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। তবে তা এখনই বলা যাচ্ছে না। আমরা শীঘ্রই ১৭ তম নিবন্ধন পরীক্ষা পরিচালনা করব।
এদিকে ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিয়ারসি এর সময় লেগেছে ২ বছরেরও বেশী। মাত্র ৫ দিনের ভাইভা পরীক্ষা বাকী রেখে ৩য় গণবিজ্ঞপ্তি জারি করায় ক্ষোভ ও হতাশায় ভুগছিলেন তারা। এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, আমরা দ্রুত ১৬ তম সহ গণবিজ্ঞপ্তির ব্যাবস্থা হাতে নিয়েছি। আশা করছি খুব দ্রুত শুণ্য পদের ই রিকুইজিশন সংগ্রহ করে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো।
চতুর্থ গণবিজ্ঞপ্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জবাব
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , নিবন্ধন পরিক্ষায় উত্তির্ন সবাইকে নিয়ে দ্রুত চতুর্থ বিজ্ঞপ্তি প্রকাশ করার ব্যাপারে একাধিক মিটিং হয়েছে। এনটিআরসিএ এর নিয়োগ প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকায় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে জটিলতা পোহাতে হয়। আমরা নিয়োগ প্রক্রিয়া কিভাবে দ্রুততার সাথে শেষ করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি। আশা করছি দ্রুত চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে।