বিসিএস প্রিলি সিলেবাস ও এক মাসে বিসিএস প্রস্তুতি নেয়ার কৌশল

বিসিএস প্রিলি সিলেবাস ও এক মাসে বিসিএস প্রস্তুতি নেয়ার কৌশল । কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি গুছাতে চাই। এক্ষেত্রে বিষয়ভিত্তিক কোন টপিকগুলোকে গুরুত্ব দিবো?

বিসিএস প্রিলিতে ২০০ নম্বর। এক্ষেত্রে কাট মার্কস ১২০ নম্বর (ধরলাম)। মানে ৬০% নম্বর পেলেই আপনি উত্তীর্ণ হতে পারছেন।

তার মানে আমি যদি ১ মাসের একটা প্রস্তুতি গোছাতে চাই তাহলে প্রথম ধাপে ১৩০ নম্বরের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিবো। এটাও বলে রাখি আপনি যদি ১৫০ নম্বরের প্রস্ততি ভালো মতো নিয়ে যান আপনি সেখানে ১২০ আশা করতেই পারেন, কারণ টপিক রিলেটেড প্রস্তুতি পুরোটাই। আগে না পড়ে থাকলে ২০০ এর প্রস্তুতি নিতে গিয়ে জল ঘোলা করতে যাবেন না। ধরা খাবেন।

সেক্ষেত্রে আমি প্রথমে কাঙ্খিত মানবন্টন দাঁড় করাই। 

বিসিএস প্রিলি সিলেবাস ও এক মাসে বিসিএস প্রস্তুতি নেয়ার কৌশল

চলুন দেখি-

  • বাংলা ২০ নম্বর (৩৫ নম্বরে)
  • ইংরেজি ২৫ নম্বর (৩৫ নম্বরে)
  • বাংলাদেশ বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)
  • আন্তর্জাতিক বিষয়াবলী ১৫ নম্বর (২০ নম্বরে)
  • ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)
  • নৈতিকতা ও সুশাসন ৪ নম্বর (১০ নম্বরে)
  • গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
  • মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
  • সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
  • কম্পিউটার ১০ নম্বর (১৫ নম্বরে)

মোট ১৩০ নম্বর (২০০ নম্বরে)

এবার আসেন বিষয়ভিত্তিক আলোচনা-

আমি এ টপিকগুলোকে বলবো Must to know টপিক। এগুলো আগে পড়ে ফেললে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আপনার টার্গেটের খুব কাছাকাছি আপনি চলে এসেছেন।

চলুন বিষয়ভিত্তিক দেখা যাক-

বিসিএস প্রিলি বাংলা প্রস্তুতি

বাংলা ভাষা ১০ নম্বর (১৫ নম্বরে)

  1. বানান শুদ্ধকরণ
  2. পরিভাষা
  3. সমার্থক শব্দ
  4. ধ্বনি
  5. শব্দ
  6. বাক্য
  7. প্রত্যয়
  8. সমাস
  9. সন্ধি।

বাংলা সাহিত্য ১০ নম্বর (২০ নম্বরে)

  1. প্রাচীন যুগ- চর্যাপদ (১ নম্বর)
  2. মধ্যযুগ-
  • শ্রীকৃষ্ণকীর্তন (১ নম্বর),
  • পদাবলী (১ নম্বর),
  • লোকসাহিত্য (১ নম্বর),
  • আরাকান রাজসভায় বাংলা সাহিত্য (১ নম্বর)
  1. আধুনিক যুগ

২০ টা টপিক পড়বেন। ৫ সিউর আসবে, বেশিও আসতে পারে।

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২. রবীন্দ্রনাথ ঠাকুর

৩. কাজী নজরুল ইসলাম

৪. জসীম উদদ্দীন

৫. শামসুর রহমান

৬. বেগম রোকেয়া

৭. প্রমথ চৌধুরী

৮. মাইকেল মধুসূদন দত্ত

৯. দীনবন্ধু মিত্র

১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১১. মীর মোশাররফ হোসেন

১২. জীবনানন্দ দাশ

১৩. হাসান হাফিজুর রহমান

১৪. সেলিম অাল দীন

১৫. শওকত ওসমান

১৬. হুমায়ুন অাহমেদ

১৭. নির্মলেন্দু গুণ

১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন

২০. ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ

বিসিএস প্রিলি প্রস্তুতি ইংরেজি ভাষা 17 marks (within 20 marks)

  1. Parts of speech (06)
  • Noun
  • Number
  • Participle
  • Adverb
  • Preposition
  1. Phrase & Idioms (03)
  2. Clause (01)
  3. Correction (01)
  4. Voice, Narration (01)
  5. Spelling (01)
  6. Condition (01)
  7. Agreement (01)
  8. Tense (01)

BCS Preparation English সাহিত্য 08 marks ((Within 10 marks)

  1. Literary terms
  2. Period of English Literature
  3. William Shakespeare
  4. Romantic Age (02 marks)
  5. G.B Shaw
  6. W.B Yeats
  7. Thomas Grey
  8. লেখকদের বিখ্যাত উক্তি
  9. উপাধি

বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশ বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)

১. মুঘল আমলে বাংলাদেশ (০১)

২.ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে সংস্কার, উন্নয়ন ও আন্দোলন (০১)

৩. ভাষা আন্দোলন (০১)

৪. ছয় দফা (০১)

৫. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর (০৩)

৬. কৃষি (০৩)

৭. সংবিধান (০৩)

৮. জাতীয় বিষয়াবলি ও অর্জন (০১)

৯. সংস্কৃতি ও খেলাধূলা (০১)

১০. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী (০৩)

১১. অর্থনীতি (০৩)

বিসিএস প্রিলি প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলী ১২ নম্বর (২০ নম্বরে)

  • বিশ্ব সভ্যতা, অালোচিত দেশ (৩ নম্বর)
  • ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, চুক্তি ও সনদ (৩ নম্বর)
  • সাম্প্রতিক তথ্য (৩ নম্বর)
  • আন্তর্জাতিক সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান (৩ নম্বর)

 বিসিএস প্রিলির প্রস্তুতি ও নম্বর বন্টণ 

ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)

  • বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (২ নম্বর)
  • বাংলাদেশের পরিবেশ (২ নম্বর)
  • বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ (২ নম্বর)
  • প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (২ নম্বর)

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ৬ নম্বর (১০ নম্বরে)

  • দক্ষ প্রশাসকের ভূমিকা, গুণাবলী (১ নম্বর)
  • মূল্যবোধ ও সুশাসনের ব্যাসিক আলোচনা (৩ নম্বর)
  • বিখ্যাত উক্তি ও গ্রন্থ (১ নম্বর)
  • বাংলাদেশের সংবিধান (২ নম্বর)

বিসিএস প্রিলি গাণিতিক যুক্তি প্রস্তুতি

গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)

  1. পাটিগণিত               ৩ নম্বর
  • ল.সা.গু ও গ.সা.গু
  • শতকরা
  • লাভক্ষতি
  • মুনাফ
  • অনুপাত
  1. বীজগণিত               ৫ নম্বর
  • সকল সূত্র
  • লগারিদম
  • ধারা
  • সেট
  • বিন্যাস-সমাবেশ
  • সম্ভাব্যতা
  1. জ্যামিতি ২ নম্বর
  • চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা

মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)

  • সিরিজ সংক্রান্ত সমস্যা
  • চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো
  • পঞ্জিকা বিষয়ক
  • শুদ্ধ বানান (বাংলা ও ইংরেজি)
  • সমার্থক ও বিপরীত শব্দ
  • Analogy
  • আয়নায় শব্দের প্রতিফলন
  • দিক নির্ণয়

44 BCS Preliminary Preparation

সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)

  1. ভৌত বিজ্ঞান
  • শক্তির উৎস ও ব্যবহার
  • তাপবিদ্যা
  • আলোকবিজ্ঞান
  • স্থির ও চল তড়িৎ
  1. জীববিজ্ঞান
  • টিস্যু
  • অণুজীববিজ্ঞান (ভাইরাস ও ব্যাকটেরিয়া)
  • খাদ্য ও পুষ্টি
  • রক্ত, রক্তচাপ, সঞ্চালন
  • জিনতত্ত্ব
  1. আধুনিক পদার্থবিজ্ঞান
  • গ্রীন হাউজ গ্যাস
  • সাধারণ রোগ ও প্রতিকার
  • বায়ুমন্ডল
  • পৃথিবী সৃষ্টি 

আরও দেখুন-

বিসিএস প্রিলি প্রস্তুতি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)

  • ইনপুট ও আউটপুট ডিভাইস
  • কম্পিউটারের বাস, স্মৃতি ও মেমরী
  • সংখ্যাপদ্ধতি, লজিক গেইট
  • ই কমার্স, সামাজিক যোগযোগ ( Social Network)
  • স্মার্টফোন
  • ইমেইল, ব্লুটুথ, ইনফ্রারেড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স
  • ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন
  • প্রটোকল

এই হলো আপনার টপিক লিস্ট। 

  1. এই স্টেপ শেষ হলে কিছু বিষয়ে আপনার আর একদমই পড়তে হবে না। কিছু বিষয়ে আরো কিছু নাম্বার বাড়াতে করতে আরো কিছু টপিক যোগ করবো।
  2. পরবর্তী পর্যায়ে ইংরেজি, বাংলাদেশ, ভূগোল, নৈতিকতা-সুশাসন, কম্পিউটার আর কোনো কিছু নতুন যোগ করছি না। মানে এ সকল বিষয়ের প্রস্তুতি আপাতত এতোটুকুই যথেষ্ট।
  3. নতুন টপিক যোগ হবে

বাংলায় (৫ নম্বর বাড়াতে),

আন্তর্জাতিক (৫ নম্বর বাড়াতে)

গণিত (৫ নম্বর বাড়াতে),

বিজ্ঞান ( ৫ নম্বর বাড়াতে)

প্রিলি সিলেবাস বিসিএস 
 বিসিএস প্রস্তুতি এক মাসে
 বিসিএস প্রস্তুতি অনার্স থেকে

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গনিত সাজেশন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষা আগামী ২০ মে ২০২২ অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *