২৭৫ পদে BPSC এর অধীনে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ।পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকা, নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছেন : নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-৮০.০০.০০০০.৩০১.৭৩.০০২.২২-৭৬ ।
নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
একনজরে BPSC নিয়োগ বিজ্ঞপ্তি
- নাম -বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়
- বিজ্ঞপ্তির ধরন– সরকারি চাকরির
- পদের সংখ্যা – ২৭৫ টি
- যোগ্যতা -বিজ্ঞপ্তির ইমেজ দেখুন।
- কর্মস্থল -বাংলাদেশের যেকোনো জেলায়
- বেতন স্কেল –৯ম/১০ম গ্রেড
- প্রার্থীদের ধরন– পুরুষ ও মহিলা
- বয়সসীমা– সর্বোচ্চ ৩০ বছর
- আবেদনের নিয়ম – আপনাকে অনলাইনে আবেদন করতে হবে
- অনলাইন আবেদন শুরু– ২৮/০৪/২০২২
- আবেদন ফি– 500/-টাকা।
- অফিসিয়াল সাইট– http://www.bpsc.gov.bd
- আবেদনের শেষ তারিখ – ৩০ মে ২০২২
BPSC এর অধীনে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদনের বয়সসীমা: –
BPSC এর অধীনে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩০ এপ্রিল, 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি নিয়ম অনুযায়ী ৩২ বছর পর্যন্ত শিথিল করা যাবে। বয়সের কোনো প্রমাণের ক্ষেত্রে এফিডেফিড গ্রহণযোগ্য নয়।
খুব সংক্ষিপ্তভাবে পোস্টের নাম এবং পোস্টের সংখ্যা দেখুন: –
- গ্রন্থাগারিক-০১ জন
- নেটওয়ার্ক / ওয়েবসাইট ম্যানেজার –০১ জন
- ডাটাবেজ ম্যানেজার– ০১ জন
- কম্পিউটার প্রোগ্রামার -০৪ জন
- সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী – ০২ জন
- জুনিয়র প্রত্নতাত্ত্বিক রসায়নবীদ – ০১ জন
- উপসহকারী প্রকৌশলী ( টেলিভিশন) – ০১ জন
- সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা -১০৮ জন
- সিনিয়র স্টাফ নার্স -৮৮ জন
- পান্ডুলিপি গ্রন্থাগারিক – ০১ জন
- সাব এসিস্টান্ট ইঞ্জিঃ -০১ জন
- সিনিয়র স্টাফ নার্স – ৬২ জন
- ডিজাইনার – ০১ জন
- সিনিয়র ডিজাইনার – ০১ জন
- নার্স – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ
১. অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি ফরম-5A) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:
ক. প্রার্থীদের টেলিটকের website – http://bpsc.taletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের web address – www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র Applicant copy পুরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে Non cadre অপশন Select করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, SMS এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই Instruction এবং বিজ্ঞপ্তি Download করে প্রতিটি নির্দেশনা ভালো করে আয়ত্ব করে নিবেন।
খ. অনলাইনে আবেদনপত্র পুরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৮.০৪.২০২২ খ্রিঃ, দুপুর ১২.০০টা।
গ. অনলাইনে আবেদনপত্র পুরণের শেষ তারিখ ও সময় : ৩০.০৫.২০২২ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা।
ঘ. কেবল User ID প্রাপ্ত প্রর্থীগণ ৩০.০৫.২০২২ তারিখ সন্ধ্যা ৬.০০ টা হতে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ০২.০৬.২০২২ তারিখ, সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত 529 এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
নির্ধারিত তারিখ ও সময়ের পরে SMS এর মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে কোন আবেদন গ্রহণ করা হবে না।
ঙ. ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে| ফি জমাদানের পর আবেদনপত্র আর কোন সংশোধনের সুযোগ থাকবে না।
আবেদনকারী প্রার্থীর বয়সসীমা
ক. আবেদনকারী প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমা সংক্রান্ত জনপ্রশীসন মন্ত্রণালয়ের নতুন কোন নির্দেশনা না থাকায় বিজ্ঞপ্তি নম্বর ০৮-২২ এর পদসমূহের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তির ০৮ নম্বর কলামে উন্লিখিত বয়সসীমার (০১.০৪.২০২২ তারিখ) মধ্যে থাকতে হবে।
খ. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যাদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোন প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা হিসেবে আবেদনপত্রে উল্লেখ করলে সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯/০৬/২০১৭ তারিখের ৪৮.০০.০০০০,০০২.১০.২৬২৪.২০১৭-৭৭২ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদি অনুচ্ছেদ-৯ এ বর্ণিত কাগজপত্রাদি/তথ্যাদিসহ দাখিল করতে হবে:
- মুক্তিযোদ্ধার নাম সংবলিত “লাল মুক্তিবার্তা” অথবা “ভারতীয় তালিকা”র সত্যায়িত কপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের Website এ প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম পিতার নাম ও ঠিকানা সংবলিত তালিকা বিপিএসসি ফরম-5A (Applicant Copy) এর সাথে জমা দিতে হবে। আবেদনে উল্লিখিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানার সাথে প্রার্থীর উপস্থাপিত “লাল মুক্তিবার্তা” কিংবা “ভারতীয় তালিকা” অথবা উপস্থাপিত উভয় তালিকার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের Website এ প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
- কোনো মুক্তিযোদ্ধার নাম “লাল মুক্তিবার্তা” কিংবা “ভারতীয় তালিকা”য় না থাকলে প্রার্থীকে মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত
১… গেজেট ও সাময়িক সনদ
অথবা
২… গেজেট ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিস্থাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বোমুস) কর্তৃক প্রদত্ত সনদ
অথবা
৩… গেজেট, সাময়িক সনদ, ও বামুস সনদ
এর কপি বিপিএসসি ফরম-5A (Applicant Copy) এর সাথে জমা দিতে হবে। বিপিএসসি ফরম-5A (Applicant Copy) তে প্রার্থীর উল্লিখিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানার সাথে প্রার্থীর উপস্থাপিত গেজেট ও সাময়িক সনদ/গেজেট ও বামুস সনদ/গেজেট ও সাময়িক সনদ ও বাসুস সনদ এর সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের Website-এ প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
গ. প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
জাতীয়তা
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- যেসকল প্রার্থী কোন অ-বাংলাদেশি নাগরিককে বিবাহ করেছেন অথবা বিবাহ করতে প্রতিশুতিবদ্ধ হয়েছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। সরকারের অনুমতিপত্র লিখিত পরীক্ষার পর Applicant Copy (BPSC FORM 5A) এর সাথে অবশ্যই জমা দিতে হবে।
Declaration –
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (BPSC FORM 5A) ) Declaration অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রার্থী প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে যেকোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য যেকোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে যেকোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদন কারীর ছবি-
ছবি (BPSC FORM 5A) সাফল্যজনকভাবে পূরণ সম্পন্ন হলে Applicant preview দেখা যাবে।preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে দৈর্ঘ *প্রস্থ) 300*300 এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 100 Kb এর বেশি নয় এরুপ মাপের সদ্য (দুই মাসের মধ্যে) তোলা রন ছবি Scan করে JPG format এ Upload করতে হবে। সাদাকালো ও পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়। ছবি উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না।
স্বাক্ষর
Applicant preview’তে স্থাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য *প্রস্থ) 300*80 এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60 kb এর বেশি নয়, এরূপ মাপের প্রার্থীর স্বাক্ষর Scan করে JPG format এ Upload করতে হবে। স্বাক্ষর উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষার ফি প্রদান :
- অনলাইনে আবেদনপত্র (BPSC Form 5A) যথাযথভাবে পুরণপূর্বক নির্দেশমতে ছবি এবং Signature করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Upload সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Applicant preview দেখা যাবে ।
- নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি user id সহ ছবি এবং স্থাক্ষরযুক্ত একটি Applicant copy পাবেন ।
- উক্ত Applicant copy প্রার্থীকে প্রিন্ট অথবা Save করে সংরক্ষণ করতে হবে ।
- Applicant copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্লোক্ত পদ্ধতিতে যেকোনো Taletalk নম্বর থেকে SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০০/-(পাচশত) টাকা জমা দিবেন. |
প্রথম SMS : BPSC<space> USER ID লিখে Send করুন 16222 নম্বরে |
Example – BPSC QA9Kl6Y
দ্বিতীয় SMS : BPSC<space> Yes<space> PIN লিখে Send করুন 16222 নম্বরে |
Example – BPSC YES 85636954823
BPSC Job প্রবেশপত্র ডাউনলোড
প্রার্থী তার USER ID এবং Password ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র Download করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার পূর্বে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ কমিশন কর্তৃক নির্দেশিত সময়ে এবং স্থানে জমা দিতে হবে :
১. শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদ (ম্নাতকোত্তর/ঘ্নাতক/বিএসসি/এইচএসসি/ডিপ্লোমা বা সমমানের মূল বা সাময়িক সনদ) এর সত্যায়িত ফটোকপি! মূল সনদের ফটোকপি প্রদানে অপারগ হলে সাময়িক সনদের ফটোকপি গৃহীত হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরুপ বিশ্ববিদ্যালয় বা সর্বশেষ পরীক্ষার মার্কশিট প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হবে তবে সাক্ষাৎকার বোর্ডে মূল/সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে। চার বছর মেয়াদি ঘাতক/য়াতক সম্মান ভিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত সনদ/ মার্কশিট/টেস্টিমোনিয়াল-এ যদি অর্জিত ডিগ্রির মেয়াদ ৪ বৎসর সুস্পষ্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্টার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে;
২. বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি; “ও” লেভেল এবং “এ” লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
৩. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৪. আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে প্রামাণ্য সনদের সত্যায়িত কি;
৫. অভিজ্ঞতার সনদের কপি প্রেযোজ্য ক্ষেত্রে);
৬. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি;
৭. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ সাকুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক/ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে)
৮. বাছাই/লিখিত্/ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের কপি;
৯.. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারীকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
১০. ০৩ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবি;
১১. নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি;