IPEMIS -এ শিক্ষক প্রোফাইল আপডেট। How To Update Teachers profile On IPEMIS

IPEMIS -এ শিক্ষক প্রোফাইল আপডেট। How To Update Teachers profile On IPEMIS : IPEMIS -এ শিক্ষক প্রোফাইল আপডেট সম্পর্কে কিছু কথা: IPEMIS Form
(জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য)

IPEMIS এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রোফাইল আপডেট

(১) শিক্ষকদের মৌলিক তথ্য বর্তমান সময়ের কর্মরত তথ্য হবে নাকি চাকুরীতে প্রথম যোগদানের সময়েরটা হবে ?
যেমন, পদবী সমস্যা সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক। প্রশ্ন হলো, পোস্টিং এর ইতিহাসের প্রথমে বর্তমান কর্মরত পোস্টিং কেন উল্লেখ করা হয়েছে ? IPEMIS
যার ফলে আমার দৃষ্টিতে তাতে বুঝা যায়, মৌলিক তথ্যে প্রথম যোগদানের তথ্য দিতে বলা হয়েছে।
এখন আমার প্রশ্ন হলো, মৌলিক তথ্য ও পোস্টিং এর ইতিহাসের অধঃক্রম অনুসারে সর্বশেষ তথ্য কি তাহলে একই হবে ?
(২) মৌলিক তথ্যে বিদ্যালয়ের নাম আসে .IPEMIS….. রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিদ্যালয়। তাহলে এখানে তথ্য কি জাতীয়করণের আগের বেসরকারী থাকা অবস্থারটা আসবে নাকি জাতীয়করণের পরেরটা আসবে ?
এমতাবস্থায় আমার দৃষ্টিতে বেসরকারী অবস্থায় এসএমসি সভাপতি কর্তৃক প্রথম নিয়োগ আদেশের তথ্য আসবে ।
এখন প্রশ্ন হলো, যারা প্রধান শিক্ষক, তাদের পদবী কোনটি হবে ?
যারা প্রথম থেকেই প্রধান শিক্ষক তাদের নিয়োগের ধরণ আমার দৃষ্টিতে সরাসরি অথবা অন্যান্য হবে । কারণ তখন তো জাতীয়করণ করা হয়নি।

(৩) মৌলিক তথ্যে নিয়োগের ধরণ সম্পর্কে কিছু প্রশ্ন :

আমার দৃষ্টিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষক আত্তীকরণ বিধিমালা, ২০১৩ এর বিধি মোতাবেক ১৯৯১ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালাকে নির্ধারিত করা হয়েছে। সে অনুযায়ী নিয়োগের ধরণ সরাসরি অথবা অন্যান্য হওয়াই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কারণ প্রথম নিয়োগটি আত্তীকরণ বা জাতীয়করণ করার পর করা হয়নি। বরং শিক্ষক আত্তীকরণ বিধিমালায় ৪ নং বিধিতে পূর্বের নিয়োগকেই কার্যকর করা হয়েছে। পূর্বের নিয়োগ না থাকলে আত্তীকরণ বা জাতীয়করণ এর কোনো প্রশ্নই আসে না।
যেহেতু জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য নিয়োগ বিধি বলতে ১৯৯১ এর নিয়োগ গেজেট নির্ধারিত করা হয়েছে।
(৪) ০১/০১/২০১৩ এর পূর্বে যেসব জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগ হয়েছে, তাদের নিয়োগ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হয়েছে। সেখানে নিয়োগের ধরণ জাতীয়করণ হবে কেন ?
আমার মতে নিয়োগের ধরণ “অন্যান্য” অথবা ১৯৯১ নিয়োগ বিধি অনুযায়ী “সরাসরি” হবে।
(৫) সদ্য জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগের কোটা “সাধারণ কোটা বা প্রযোজ্য নয়” হবে বলে আমি মনে করি। যাদের নিয়োগ ১৯৯১ নিয়োগ বিধি অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা ঠিক ছিল তাদের সাধারণ কোটা হবে। যাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা যথাযথ ছিলনা, তাদের প্রযোজ্য নয় হবে।

Primary School Teachers Profile Update

৬) মৌলিক তথ্যে নিয়োগের গেজেট / অর্ডারের তারিখ কোনটি হবে ?
এখানে আমার দৃষ্টিতে উপরে বর্ণিত তথ্য অনুযায়ী বেসরকারী অবস্থায় এসএমসি সভাপতি কর্তৃক প্রথম নিয়োগ আদেশের তারিখটি হবে বলে মনে করি। কারণ জাতীয়করণকৃত শিক্ষকদের অবশ্যই শিক্ষক আত্তীকরণ বিধিমালার ৪ নং বিধি অনুসরণ করতে হবে । সেখানে স্পষ্টই উল্লেখ রয়েছে বেসরকারী থাকাকালীন অব্যাহতভাবে কর্মরত প্রথম নিয়োগের কথা। তাছাড়াও আত্তীকরণ/জাতীয়করণ করা হয়েছে পূর্বের অব্যাহতভাবে কর্মরত প্রথম নিয়োগের ভিত্তিতে। এখানে ইতিহাস যেহেতু জাতীয়করণের পূর্বের সুতরাং তথ্যও দিতে হবে জাতীয়করণের পূর্বের বেসরকারী থাকা অবস্থার নিয়োগের।
IPEMIS
এটাই আমি মনে করি। বিশ্বাস নাহলে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ২১ জানুয়ারি ২০১৪ তারিখের ৩৮.০০৭.০১৫.০০০.০৩.০০.২০১৩-৬৪৫ নং স্মারকের গেজেটের (ক) ও (খ) দফা দেখুন। সেখানে অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা,২০১৩ এর বিধি ৪ এর অধীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগপ্রাপ্তির তারিখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম নিয়োগের তারিখ প্রযোজ্য হবে বলে উল্লেখ রয়েছে।
সুতরাং নিয়োগের ধরণ সরাসরি অথবা অন্যান্য হবে এবং এসএমসি সভাপতি কর্তৃক নিয়োগের আদেশের তারিখ লিখতে হবে।
Also See- 
(৭) এছাড়াও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের চাকরি (নিয়োগ, পদোন্নতি, শৃংখলা ও কল্যাণ) নীতিমালা ২০০৯ অনুযায়ী ৩১/১২/২০১২ তারিখ পর্যন্ত নিয়োগকারী কর্তৃপক্ষ বলতে ‘এসএমসি’ কে উল্লেখ করা হয়েছে। দেখুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ০২ মে ২০১০ তারিখের প্রাগম/বিদ্যা-১/৮এ-১/২০০৯-৬৭৫ নম্বর স্মারকের প্রজ্ঞাপন।
# সুতরাং নিয়োগ/অর্ডার তারিখ বেসরকারি থাকাকালীন অবস্থায় এসএমসি সভাপতি কর্তৃক নিয়োগের আদেশ তারিখ হওয়াই যুক্তিযুক্ত। সুতরাং নিয়োগের ধরণ সরাসরি অথবা অন্যান্য হবে।

IPEMIS শিক্ষক প্রোফাইল আপডেট

(৮) ০১/০১/২০১৩ তারিখ থেকে জাতীয়করণের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় নব জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিয়োগকারী কর্তৃপক্ষ হবেন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। দেখুন, ০১ অক্টোবর ২০১৪ তারিখের প্রাগম/বিদ্যা-২/১৯(শিক্ষক নিয়োগ-১)/২০০৬(অংশ-)-৪৪৫ নম্বর স্বারকের পরিপত্র।
সুতরাং ৩১/১২/২০১২ তারিখ পর্যন্ত যাদের নিয়োগ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপণের ক্ষমতাবলে এসএমসি সভাপতি প্রদান করেছেন, তাদের নিয়োগের অর্ডার তারিখ এসএমসি সভাপতি কর্তৃক নিয়োগের আদেশের তারিখই গ্রহণযোগ্য হবে। নিয়োগের ধরণ সরাসরি অথবা অন্যান্য হবে। IPEMIS Teachers Profile Update
(৯) পোস্টিং এর ইতিহাসের বিবরণে পদবী হবে বর্তমানে যেপদে যেবিদ্যালয়ে কর্মরত আছেন সেটি।
প্রশ্ন হলো, ৩১/১২/২০১২ এর মধ্যে যারা উপজেলা শিক্ষা কমিটিতে প্রধান শিক্ষক পদে নিয়োগ/পদোন্নতি অনুমোদন পেয়েছেন এবং প্রধান শিক্ষক পদের দাবীতে ১৪/০৭/২০০৮ তারিখের প্রাগম/বিদ্যা-১/৮জি-৭/৯৮(অংশ)/২৫৩ নম্বর স্মারকের ও ০৮ এপ্রিল ২০১০ তারিখের প্রাগম/বিদ্যা-১/৮জি-৭/৯৮(অংশ)-৬৩৩ নম্বর স্মারকের সংশোধিত পরিপত্র অনুযায়ী মহামান্য আদালতে রিট/অন্যান্য মামলা চালু আছে এমন কর্মরত প্রধান শিক্ষক পদবীর ঘরে কী লিখবেন ?
প্রধান শিক্ষক নাকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ? এ বিষয়টির সমাধান শিক্ষা অধিদপ্তর সরাসরি বলে দিবেন বলে আশা করছি । অথবা নতুন অপশন চালু করবেন।

How Fill – IPEMIS FORM

(১০) পোস্টিং এর ইতিহাসের বিবরণে পোস্টিং এর ধরণ এখানে জাতীয়করণকৃত/আত্তীকরণকৃত লেখা যাবে। অথবা বদলী হলে বদলিকৃত লিখতে হবে।
(১১) পোস্টিং এর ইতিহাসের বিবরণে পোস্টিং এর গেজেটের ঘরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক পদে রীট মামলাধীন প্রধান শিক্ষক “নাই” উল্লেখ করবেন।
(১২) পোস্টিং এর ইতিহাসের বিবরণে পোস্টিং এর গেজেট “আছে” হলে জাতীয়করণের পর শিক্ষক জাতীয়করণের অফিস আদেশের স্মারক নম্বর দিতে হবে গেজেট নম্বরের কলামে। অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষক জাতীয়করণের অফিস আদেশের বামপাশের স্বারক নম্বর দিতে হবে এবং উক্ত অফিস আদেশের ডানপাশের লিখিত তারিখটি লিখতে হবে। আর পোস্টিং এর ধরণ বদলীকৃত হলে বদলী অফিস আদেশের স্মারক নম্বর ও তারিখ দিতে হবে।
এভাবে তারিখের অধঃক্রম অনুসারে পোস্টিং এর ইতিহাস যোগ করতে হবে।
কিছু প্রশ্ন থাকবে, সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই মন্তব্যের মধ্যে উল্লেখ করবেন। IPEMIS

Check Also

প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2022-৩য় ধাপের প্রশ্ন সমাধান এবং কাটমার্ক

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 ৩য় ধাপের পরীক্ষা ৩রা জুন ২০২২ শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *