PESP MIS পোর্টালে প্রাথমিকের উপবৃত্তির তথ্য আপলোড বিস্তারিত দেখুন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদ শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তি তথ্য আপলোডের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পোর্টাল ওপেন করেছে। PESP MIS পোর্টালে লগইন করে উপবৃত্তি তথ্য আপলোড দিতে হবে। PESP Login ,তথ্য আপলোডের নিয়ম, যোগ্য শিক্ষার্থী নির্বাচন, তথ্য সাবমিট সহ বিস্তারিত আলোচনা করব এই পোস্টের মাধ্যমে।
PESP MIS পোর্টালে প্রাথমিকের উপবৃত্তির তথ্য আপলোড
জাতির পিতা তীর লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার মানসে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠায় প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও সার্বজনীন করে ১৯৭৩ সালে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রথম সাহসী ও এ্রতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেন। একই মননে প্রাথমিক শিক্ষায় সুষম ব্যবস্থা নিশ্চিতপূর্বক শিক্ষার মান সমুন্নত করতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০১/০১/২০১৩ তারিখ ২৬,১৯৩টি রেছিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কর্মরত শিক্ষকগণের চাকুরী সরকারিকরণ করেন। প্রাথমিক শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী পরিবারগুলোর দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাস, জীবন মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে বর্তমান সরকার ১৯৯৯-২০০০ অর্থবছরের এপ্রিল মাস থেকে উপবৃত্তি প্রদানের এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন। এ কর্মসূচিকে ২০১৫ সালে সরকার গৃহীত জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল এর আওতাভুক্ত করা হয়। DPE PESP MIS Portal
উপবৃত্তি প্রদান প্রীকল্পের সকলতায় প্রকল্পভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ৯৮% এ উপনীত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার প্রায় ৯৬%। ২০১০ সালে ঝরে পড়ার হার ছিল ৩৯.৮০% ঘা হাস পেয়ে বর্তমানে ১৭.৯০% এ নেমে এসেছে এবং উপস্থিতিও সন্তোষজনক হারে বৃদ্ধি পেয়েছে তথা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (২য় পর্যায়) ২০০৯ সালে চালু হয়ে জুন ২০১৫ সালে সমাপ্তির পর প্রকল্পের ওয় পর্যায়ের কার্যক্রম জুলাই ২০১৫ থেকে শুরু হয়ে জুন ২০২১-এ সমাপ্ত হয়। নির্দিষ্ট দারিদ্র্য ম্যাপের সীমারেখা আবদ্ধ না রেখে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি গ্রদান প্রকল্প (৩য় পর্যায়)-এ সরকার সমগ্র দেশকে প্রকল্প এলাকা ঘোষণা করেন। প্রকল্পভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীর প্রায় ১ কোটি ৪০ লক্ষ) মা/অভিভাবকের মোবাইল একাউন্টে MFS সিস্টেমের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণ কার্ষক্রম পরিচালিত হয়।
মানসম্মত প্রাথমিক শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার-
এ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০/০৬/২০২১ তারিখ প্রকল্পভিত্তিক ব্যবস্থাপনার সমাপনান্তে ০১/০৭/২০২১ থেকে রাজস্ব ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালনায় গ্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম অব্যাহত রয়েছে। অর্থ বিভাগ কর্তৃক অনুসৃত G2P পেমেন্ট পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল
সার্ভিসের মাধ্যমে, রাজস্ব ব্যবস্থাপনায় শু পরিচালনায়, প্রশাসনিক, আর্থিক, পরিবীক্ষণ-মূল্যায়ন, ফলাবর্তন প্রদান ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট কার্যাদি সম্পন্নের নিমিত্ত প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা, ২০২১ এর আলোকে অপারেশনাল ম্যানুয়াল, ২০২৯ নিম্নরূপ:
উপবৃত্তির কার্যক্রম পরিধি:
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে।
- শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পোশাক-পরিচ্ছদ ক্রয় উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে।
- উপবৃত্তি কার্ষত্রম বাস্তবায়ন সরকারের জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলভুক্ত হবে।
উপবৃত্তি প্রাপ্তির শর্ত:
৩.৯. উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে নিয়বর্ণিত শর্ত পূরণ করতে হবে:
ক্রমিক | শিক্ষার্থীর বিবরণ | শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর জন্য প্রযোজ্য শর্ত | উপবৃত্তি নির্বাচন প্রক্রিয়া |
১ | প্রাক-প্রাথমিক | ন্যুনতম বয়স ৪ বছর এবং প্রতিমাসে পাঠদিবসের ৮৫% উপস্থিতি! | প্রযোজ্য ক্ষেত্রে কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার নির্ধারিত নম্বর না পেলে সে উপবৃত্তি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। অথবা ধারাবাহিকভাবে তিনমাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে উক্ত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। শিক্ষার্থী কোন মাসে নিয়মিত উপস্থিতির শর্ত ভঙ্গ করলে উক্ত মাসের উপবৃত্তি প্রদান করা যাবে না। উত্তর শিক্ষার্থী পরবর্তীতে শর্ত পূরণ করলে শর্তপূরণের মাস হতে পুনরাবৃত্তি প্রাপ্তির জন্য যোগ্য হবে। শিক্ষার্থীকে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রতি মাসে ন্যূনতম করে 85% দিবসে উপস্থিত থাকতে হবে। যুক্তিসঙ্গত কারণ প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপস্থিতি 85 পার্সেন্টের কম হলে তা প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যুক্তিসংগত কারণ বলে বিবেচিত হলে সর্বোচ্চ 20 পার্সেন্ট পর্যন্ত শিথিল করতে পারবেন। উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের কে বিবেচনায় রাখা হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোন এলাকায় শিক্ষার্থীদের বিদ্যালয় আসা সম্ভব না হলে / দুর্যোগের কারণে বিদ্যালয়ে পাঠদান এস্ত্রগেন উপস্থিতি দিবস সমূহের উক্ত এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি নির্ধারিত হারের চেয়ে কম হলে উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে উপবৃত্তি প্রদান করা যাবে। |
২ | ১ম থেকে ৩য় শ্রেণি | প্রতিমাসে পাঠদিবসের ৮৫% উপস্থিতি! | |
৩ | ৪র্থ থেকে-৫ম শ্রেণি | প্রতিমাসে পাঠদিবসের ৮৫% উপস্থিতি! এবং বার্ষিক পরীক্ষায় ন্যূনতম 40 শতাংশ নম্বর প্রাপ্তি। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বেলায় প্রতি মাসে ন্যূনতম 33 শতাংশ নম্বর প্রাপ্তির শর্ত প্রযোজ্য হবে। নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ছাড়পত্র শিক্ষার্থীর নম্বর প্রাপ্তির বিষয়টি উল্লেখ থাকতে হবে। | |
৪ | ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি |
Dpe PESP Login
২. বছরের মধ্যবর্তী সময়ে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে কোন শিক্ষার্থী ভর্তি হওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক; PESP MIS এর Student Transfer Option থেকে স্বয়ংক্রিয়ভাবে এ সংক্রান্ত তথ্য সম্বলিত একটি ছাড়পত্র ডাউনলোড পূর্বক Print copy সীলমোহর সম্বলিত স্বাক্ষরসহ প্রদান করবেন।
৩। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২১ এর অনুচ্ছেদ ৩ এর শর্তানুযায়ী কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বর না পেলে। কিংবা ধারাবাহিকভাবে তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে। অথবা সর্বশেষ অপারেশনাল ম্যানুয়ালে বর্ণিত অন্য কোনো শর্ত ভঞ্জা করলে সে শিক্ষার্থীর উপবৃত্তি গ্রদান স্থগিত থাকবে। শর্ত ভাকারী শিক্ষার্থী পরবর্তীতে শর্ত পূরণ করলে স্বয়ংক্রিয়ভাবে উপবৃত্তি প্রাপ্য হবে।
৪. কোনো পুনরাবৃত্ত শিক্ষার্থীকে (Repeated) উপবৃত্তি প্রদান করা ঘাবে না।
৫.উপবৃত্তির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষাবর্ষের নির্ধারিত পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে ও যথাসময়ে অনুষ্ঠানের এবং উত্তরপত্র সঠিকভাবে মুল্যায়নসহ ফলাফল প্রকাশের ব্যবস্থা করতে হবে। অন্যথায় উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে আনুষঙ্গিক বরাদদ স্থৃগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, উপবৃত্তি প্রাপ্তির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বার্ষিক পরীক্ষার উত্তরপত্র কমপক্ষে একবছর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরিদর্শনকারী কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শনকালে উত্তরপত্র সংরক্ষণের বিষয়টি যাচাই পূর্বক নিশ্চিত করবেন।
৬.কোন সুবিধাভোগী শিক্ষার্থী যুক্তিসংগত কারণ ছাড়া পরীক্ষায় উপস্থিত হতে ব্যর্থ হলে পরীক্ষা শুরুর মাস হতে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব পর্যন্ত সময়ের জন্য সে উপবৃত্তি প্রাপ্য হবে না।
৭. একই পরিবারের একই স্তরে দুই শিক্ষার্থীর ক্ষেত্রে একজন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির শর্ত ভংগ করলে অপর শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে একক সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবে।
উপবৃত্তি প্রাপ্তির হার:
শিক্ষার্থী প্রতি মাসিক নিম্নোক্ত হারে উপবৃত্তি প্রাপ্য হবে: PESP MIS Stipend Ratio
১, প্রাক-প্রাথমিক শ্রেণি: প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৭৫ টাকা হারে উপবৃত্তির অর্থ প্রাপ্য হবে।
২. প্রথম শ্রেণি-পঞ্চম শ্রেণি: কোনো পরিবারের একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ১৫০ (একশত পঞ্চাশ) টাকা, দুইজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৩০০ (তিনশত) টাকা হারে উপবৃত্তির অর্থ প্রাপ্য হবে।
৩. ৬ষ্ঠ শ্রেণি- ৮ম শ্রেপি: যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি চালু রয়েছে সে সকল বিদ্যালয়ে কোন পরিবারের একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ২০০ (দুইশত) টাকা, দুইজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৪০০ (চারশত) টাকা হারে উপবৃত্তির অর্থ প্রাপ্য হবে।
৪. পরিস্থিতি বিবেচনা করে উপবৃত্তির পরিমাণ সরকারের অনুমোদন সাপেক্ষে হাস বা বৃদ্ধি করা ঘাবে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় একটি পরিবারের সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্ত হবে।
৫। শিক্ষা উপকরণ ও পোশাক-পরিচ্ছদ ক্রয়: প্রত্যেক সুবিধাভোগী ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদানের পাশাপাশি প্রতি শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষা উপকরণ ও পোশাক-পরিচ্ছদ ক্রয় (ড্রেস, জুতা ও ব্যাগ) বাবদ কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে এককালীন ভাতা প্রদান করা হবে। মা সমাবেশে আলোচনার মাধ্যমে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ড্রেস কোড সম্পর্কে অবহিত করবেন।
উপবৃত্তির সুবিধাভোগী পরিবার/অভিভাবক:
সুবিধাভোগী শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল একাউন্টে উপবৃত্তির অর্থ প্রেরণ করা হবে। প্রথমতঃ শিক্ষার্থীর মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। মায়ের অবর্তমানে বাবা এবং মা-বাবার অবর্তমানে বৈধ অভিভাবকের মোবাইল একাউন্টে উপবৃত্তির অর্থ প্রেরণ করা হুবে। উপবৃত্তি প্রাপ্তির জন্য মা/অভিভাবকগণের করণীয়:
১. অনুকুল পরিবেশ ও অবস্থায় তীর সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে গমন নিশ্চিত করবেন।
২। সুবিধাভোগী শিক্ষার্থীর জন্মসনদ নম্বর, মাতা/পিতা/বৈধ অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি, অভিভাবকের সহযোগিতা করবেন।
৩। মোবাইল একাউন্টে উপবৃত্তির অর্থ প্রাপ্তির পর PIN /OTP কাউকে কোন কারণেই হস্তান্তর করা যাবে না।
৪। মোবাইল একাউন্ট নম্বরে উপবৃত্তির আর্থ সংক্রান্ত EFT প্রাপ্তির ১৫ দিনের মধ্যে টাকা উত্তোলন/ক্যাশ আউট করতে হবে।
উপবৃত্তির আর্থিক ব্যবস্থাপনা: PESP MIS
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যায়:
উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের জন্য পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হবেন।
তিনি প্রতি বছর ০১ মার্চের মধ্যে উপজেলা থেকে প্রেরিত প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক কর্মপরিকল্পনা নবায়ন করবেন এবং ৩১ মার্চের মধ্যে প্রধান শিক্ষক কর্তৃক পোর্টালে উপবৃত্তি সংক্রান্ত এন্ট্রিকৃত যাবতীয় তথ্য উপজেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহপূর্বক মডিউল অনুধায়ী তথ্য যাচাই করে উপবৃত্তির বার্ষিক কর্মপরিকল্পনা এবং বাজেট প্রান্বলন তৈরি করবেন। অতঃপর উক্ত বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রান্ষলিত বাজেট মহাপরিচালকের অনুমোদন গ্রহণপূর্বক
অর্থবছরের বাজেট প্রস্তাবের সাথে একত্রে মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।
উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের জন্য উক্ত পরিচালকের অধীনে নির্ধারিত সংখ্যক কমকর্তা ও কর্মচারী নিয়োজিত থাকবেন।
উপবৃত্তির বাজেট বরাদ্দ এবং অর্থ অবমুক্তকরণ:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যায়: উপবৃত্তির বার্ষিক কর্মপরিকল্পনা এবং বাজেট প্রাক্কলন আনুসারে মন্ত্রণালয়ের বাজেট ও অডিট অনুবিভাগ অধিদপ্তরের রাজন্য বাজেটের নির্ধারিত কোডে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অর্থ বিভাগে প্রেরণ নিশ্চিত করবে। উত্ত বরাদ্দ হতে অধিদপ্তরের ত্রৈমাসিক চাহিদামত কিস্তিভিত্তিক অর্থ অবমুক্ত করবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২
PESP MIS প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি
প্রাইমারি PESP MIS লগিন
PESP MIS Login password